২৬ এপ্রিল, ২০১৭ ১৫:২৯

৪ দফা দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:

৪ দফা দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, দেশের সরকারি কমিউনিটি ক্লিনিক এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মস্থলের সুযোগ দেয়াসহ ৪ দফা দাবিতে  বিক্ষোভ সমাবেশ ও প্রধান সড়ক অবরোধ করেছে নোয়াখালী ম্যাটস্’র শিক্ষার্থীরা। 

আজ দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি ও নোয়াখালী ম্যাটস্’র ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আরএইচ রিফাত। এসময় সাধারণ সম্পাদক ও ৩য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ দাউদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর ইসলাম সৈকত, মহিলা বিষয়ক সম্পাদিকা হুমায়ারা নাছরিন ও নোয়াখালী বেসরকারি ম্যাটস্ এসোসিয়েশনের সভাপতি জয়দেব ভৌমিক উপস্থিত ছিলেন। 

অবিলম্বে উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, দেশের সরকারি কমিউনিটি ক্লিনিক এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ম্যাটস থেকে পাশ করাদের কর্মস্থলের সুযোগ দেয়া, স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও ইন্টার্ণশীপ ভাতা প্রদানের দাবি জানানো হয়। অন্যথায় কেন্দ্রীয় কমিটির ডাকে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন ম্যাটস্ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক এর নিকট তাদের দাবি সম্মেলিত স্বারকলিপি পেশ করেন।


বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর