২৬ এপ্রিল, ২০১৭ ১৫:৫১

ঝিনাইদহে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ঝিনাইদহে উচ্চ শিক্ষাসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসুচি পালন করা হয়েছে। বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন জেলা শাখা এ কর্মসুচি পালন করে। 

এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় পায়রাচত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। এরপর তারা ঘন্টাব্যাপী ঝিনাইদহ-কৃষ্টিয়া ও ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে নিজেদের দাবির পক্ষে শ্লোগান দিতে থাকে। কর্মসূচিতে বিপুল সংখ্যক ম্যাটস শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এদিকে, অবরোধের ফলে আটকা পড়ে দুর্ভোগের শিকার হয় যাত্রীরা। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।


বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর