২৬ এপ্রিল, ২০১৭ ১৬:২৩

৫ দফা দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের অনশন কর্মসূচি পালন

ঝিনাইদহ প্রতিনিধি

৫ দফা দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের অনশন কর্মসূচি পালন

বার্ষিক ৫% হারে বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা ও পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করণের দাবিতে ঝিনাইদহে অনশন কর্মসূচী পালন করেছে বে-সরকারি শিক্ষক ও কর্মচারীরা।

আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কেন্দ্রীয়শহীদ মিনার চত্বরে তারা এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক নেতা   আব্দুল মমিন, রেজাউল করিম, শাহানাজ পারভীন মুন্নী, আব্দুল গণি, কৃপাসিন্ধু, ইসাহাক আলী, হাবিবুর রহমান, আব্দুল মজিদ, মিজানুররহমান, আলমগীর হোসেন, মাসুদ করিমসহ অন্যান্যরা। সেসময় বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। নইলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষণা দেন। 


বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর