২৬ এপ্রিল, ২০১৭ ১৭:২১

দিনাজপুরে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সরকারী কোষাগার থেকে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাসহ পেনশন সুবিধা প্রদানের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অবস্থান ও কলম বিরতি পালন করেন।
বুধবার সকাল ১১টা হতে বেলা ১২টা পর্যন্ত নিজ নিজ পৌর কার্যালয়ের সামনে এ কর্মসুচী পালন করেন।

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন দিনাজপুর পৌরসভা শাখা কমিটির সভাপতি মো. মজিবুর রহমান বাচ্চু’র সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. হাবিবুর রহমান, দিনাজপুর জেলা কমিটির সভাপতি মো. রইচ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লাইসুর রহমান চৌধুরী, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক, সহকারী প্রকৌশলী মো. বদিউজ্জামান ফারুকী জুয়েল, মীর তোফাজ্জাল হোসেন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মো. শামসুল রানা, দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ, প্রবীন সংগঠক মো. আমজাদ আলী, এসোসিয়েশনের নেতা মো. ময়েজ উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী, মো. শরিফ, মো. কামরান চিশতি, মো. আব্দুস সামাদ আজাদ প্রমূখ।

সেতাবগঞ্জ পৌর কর্মকর্তা ও কর্মচারী এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী ভরত চন্দ্র পাল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হায়দার, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ, সচিব হরিপদ রায় ও হিসাব রক্ষক সন্ধ্যা রানী সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

ফুলবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সহ-সাধারণ সম্পাদক শেখ শাহার আলী মতি, দপ্তর সম্পাদক পরিতোষ কুমার রায়, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, আবুল হোসেন ও নুরুজ্জামান প্রমূখ।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর