২৬ এপ্রিল, ২০১৭ ১৮:৩১

গৌরনদীতে ইয়াবাসহ উপজেলা প্রকৌশলী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

গৌরনদীতে ইয়াবাসহ উপজেলা প্রকৌশলী আটক

বরিশালের গৌরনদীতে ১০পিস ইয়াবাসহ উপজেলা প্রকৌশলী মো. মঈনুল আজম এবং তার দুই সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা চত্ত্বর থেকে তাদের আটক করা হয়। আটক অপর দুইজন হলেন গৌরনদী পৌর এলাকার চরগাদাতলী এলাকার সেকান্দার আলী সরদারের ছেলে বিপ্লব সরদার এবং উত্তর পালদী গ্রামের মৃত আইউব আলী খানের ছেলে মাহাবুব খান।

আটক উপজেলা প্রকৌশলী মঈনুল আজম যশোর জেলার পূর্ব বারন্দী এলাকার মৃত আব্দুর রবের ছেলে। তিনি গৌরনদী পৌর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। মঈনুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহাবুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে গৌরনদী উপজেলা চত্ত্বরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়রত অবস্থায় উপজেলা প্রকৌশলী মঈনুল আজম এবং বিক্রেতা বিপ্লব ও মাহাবুবকে ১০পিস ইয়াবাসহ আটক করেন তারা।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের ৩জনকে গৌরনদী থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর