২৭ এপ্রিল, ২০১৭ ১৩:৩২

গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার দাবি

গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার দাবিতে জেলাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে দাড়িয়ে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ।

গোপালগঞ্জ বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক পৌর মেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরু, জেলা জাসদ সভাপতি শেখ মাসুদুর রহমান চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ আবু হোসেন, জেলা বিএমএ সভাপতি ডা. আবিদ হাসান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এমবি সাইফ বি, সাংবাদিক এসএম হুমায়ূন কবীর প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বিভাগ ঘোষণার দাবিতে টুঙ্গীপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানি ও মুকসুদপুর উপজেলাতেও মানববন্ধনে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  অংশ নেয়। 


বিডি প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর