২৭ এপ্রিল, ২০১৭ ১৫:২০

মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি

মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে শতাধিক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে একটি 'কুচক্রি মহল অপ-প্রচার করছেন' এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে সদর উপজেলার মুক্তিযোদ্ধারা ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সম্প্রতি মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া চলাকালীন ওই মহলটি এসব মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে 'মিথ্যা বানোয়াট' অভিযোগ করে আর্থিক সুবিধা নেওয়ার কৌশল অবলম্বন করেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি হওয়া মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া চলাকালীন মিথ্যা বানোয়াট অভিযোগ করে আর্থিক সুবিধা নেওয়ার কৌশল অবলম্বন করেছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। এরই ধারাবাহিকতায় বিভিন্নভাবে অপ-প্রচার চালানো হচ্ছে। একটি কুচক্রি মহল লক্ষ্মীপুরের মুক্তিযোদ্ধাদের সংঘবদ্ধ হতে দিচ্ছে না, তারা সামাজিকভাবে মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করতে অপ-চেষ্টায় লিপ্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, সাবেক জেলা ডেপুটি কমান্ডার আবুল কালাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম, ডেপুটি কমান্ডার গাজী আবু জাহের, মুক্তিযোদ্ধা ধনু মিয়া, মনির উদ্দিন আহম্মেদ, নুর মোহাম্মদ প্রমুখ।


বিডি প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর