শিরোনাম
২৭ এপ্রিল, ২০১৭ ১৬:২৮

নোয়াখালীতে ম্যাটস্ শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে ম্যাটস্ শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ

দেশের বিভিন্ন স্থানে ম্যাটস শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থীরা  মাইজদী প্রধান সড়কে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে। মিছিল শেষে জিলা স্কুলের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি ও নোয়াখালী ম্যাটস্’র ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আরএইচ রিফাত। 

এসময় সাধারণ সম্পাদক ও ৩য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ দাউদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর ইসলাম সৈকত, মহিলা বিষয়ক সম্পাদিকা হুমায়ারা নাছরিন রীমা ও নোয়াখালী বেসরকারি ম্যাটস্ এ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব ভৌমিকসহ ম্যাটস এর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, দেশের সরকারি কমিউনিটি ক্লিনিক এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়াসহ ৪ দফা দাবিতে সারা দেশে আন্দোলনে নেমেছে ম্যাটস শিক্ষার্থীরা।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর