২৭ এপ্রিল, ২০১৭ ২০:২৪

বগুড়ায় মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ৩

বগুড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ৩২০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ডাকুর চক এলাকার আলমগীর হোসেন এর ছেলে মো: রবিন (২৩), জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া কাটাপাড়ার বাবুল হোসেন এর ছেলে বিদ্যুৎ হোসেন (২৮) এবং নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার মোকন্দপুর কামারপাড়ার মৃত দিনেশ চন্দ্র কর্মকারের ছেলে নিতিশ কর্মকার (২৫)।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন কুমার চক্রবর্ত্তী জানান, বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালনার সময় বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযান দল শহরের শিববাটি এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস আটকিয়ে তল্লাশি করলে রবিন নামে মাদক ব্যবসায়ীকে ২৭০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

অপরদিকে শিবগঞ্জ থানাধিন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে বিদ্যুৎ ও নিতিশ নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

পুলিশ জানায় পৃথক দুটি মাদক উদ্ধারের ঘটনায় শিবগঞ্জ ও সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর