২৭ এপ্রিল, ২০১৭ ২১:১৪

ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে উঠার সময় ছুরিকাঘাতে আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে উঠার সময় ছুরিকাঘাতে আহত ৩

চট্টগ্রামে ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে উঠার সময় সংঘবদ্ধ ছিনতাইকারির ছুরিকাঘাতে রিজেন্ট টেক্সটাইলের দুই কর্মকর্তা ও চালক গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর জুবিলী রোডের ন্যাশনাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, রিজেন্ট টেক্সটাইলের অ্যাসিসটেন্ট ম্যানেজার আবুল ফাতাহ কাফি, সিনিয়র এক্সিকিউটিভ সাগর বড়ুয়া ও ড্রাইভার উজ্জ্বল দেবনাথ।

রিজেন্ট টেক্সটাইল সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংক জুবিলী রোড শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন রিজেন্টের তিনজন। 

টাকা নিয়ে গাড়িতে ওঠার সময় দুই কর্মকর্তার কাছ থেকে ৭/৮ জনের একটি ছিনতাইকারির দল টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে একপর্যায়ে ছিনতাইকারিরা দুই কর্মকর্তা ও চালকের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের নগরীর মেহেদীবাগের এক হসপিটালে ভর্তি করে। ছুরিকাঘাতে আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর