২৭ এপ্রিল, ২০১৭ ২২:২২

নির্মাণ সামগ্রীর যন্ত্র দিয়ে ডিটারজেন্ট পাউডার তৈরি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নির্মাণ সামগ্রীর যন্ত্র দিয়ে ডিটারজেন্ট পাউডার তৈরি!

নির্মাণ সামগ্রী তৈরির যন্ত্র দিয়ে ডিটারজেন্ট পাউডার তৈরির সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়েছেন ‘আইএক্সট্রা’ নামে এক কারখানার মালিক অপরূপ মল্লিক। 

বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডু ইউনিয়নের হাসেমনগর এলাকার একেএম কনজ্যুমার কারখানায় এ চিত্র দেখা যায়।  

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে, অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় কয়েকজন নারী শ্রমিক দিয়ে দেশীয় পদ্ধতিতে নির্মাণ সামগ্রী তৈরির যন্ত্র দিয়ে ‘আইএক্সট্রা’ নামে ডিটারজেন্ট পাউডার বানিয়ে প্যাকেটজাত করা হচ্ছিল। 

কর্মরত নারীদের কাছে জিজ্ঞাসা করলে তারা জানান, ডিটারজেন্ট বানানোর কোনো অভিজ্ঞতা না থাকলেও মালিক দেখিয়ে দেওয়ার পর নিজেরাই বিভিন্ন উপাদান মিশিয়ে ডিটারজেন্ট তৈরি করছেন। এসময় লাইসেন্সের শর্ত প্রতিপালন না করে অস্বাস্থ্যকর পরিবেশে ডিটারজেন্ট বানানোর অপরাধে কারখানার মালিক অপরূপ মল্লিককে ২০ হাজার টাকা জরিমানা এবং মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর