২৮ এপ্রিল, ২০১৭ ১৪:০১

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি

সাতক্ষীরা প্রতিনিধি

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি

'বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষ হয়' এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবসে আজ শুক্রবার সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সকাল ৮টায় শহরের পুরাতন কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার মো. আমিরুল ইসলাম। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আরিফুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. তহিদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাহ আলম, পিপি অ্যাডভোকেট ওসমান গণি, জিপি গাজী লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, টাকার অভাবে আর কোনো গরীব মানুষকে বিচার থেকে বঞ্চিত হতে হবে না। দুখী মানুষের আইনি সহায়তা করবে আইনগত সহায়তা প্রদান কমিটি। 

তারা আরও বলেন, গরীব দুখী মানুষের আইনের সহায়তা পাওয়ার মৌলিক অধিকার আছে। 

আলোচনা সভা শেষে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর