২৮ এপ্রিল, ২০১৭ ১৪:২৩

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে জেলা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নীলফামারী জেলা কমিটি। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় মিলিত হয়। 

কর্মসূচিতে জেলা জজ আদালতের সকল বিচারক, আইনজীবী, বিচার প্রার্থী,পুলিশসহ সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা কমিটির চেয়ারম্যান ও জ্যৈষ্ঠ জেলা ও দায়রা জজ মাহ্মুদুল কবীর। 

জেলা আইনগত সহায়তা সংস্থার কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী জজ হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. নাসিরুল হক, জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়।

আলোচনা সভা শেষে সেখানে দিনব্যাপী আইনগত সহায়তা মেলা ও বিচারপ্রার্থী এবং আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর