২৮ এপ্রিল, ২০১৭ ১৪:৪৪

সিলেটে গরু চুরির মহোৎসব!

সিলেট ব্যুরো

সিলেটে গরু চুরির মহোৎসব!

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩নং ঘিলাছড়া ইউনিয়নে উদ্বেগজনক হারে গরু চুরি বেড়েছে। ফলে আতঙ্কে ঘুমহীন রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

হাকালুকি হাওরের পানি বাড়ার সাথে সাথে নৌকা যোগাযোগ সহজ হওয়ায় গরু চুরেরও উপদ্রবও বাড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। গরু চুরির এ মহোৎসব থামাতে রাতে পুলিশ টহল বাড়াবার দাবিও জানিয়েছেন তারা।

জানা গেছে, গত ১০ দিনে ওই উপজেলায় ২৫টি গরু চুরির ঘটনা ঘটেছে, যার মধ্যে বাদেদেউলী গ্রামের ১৫টি ও যুদিষ্টিপুর গ্রামের ১০টি গরু রয়েছে। 

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, গভীর রাতে গরু ঘরের তালা কেটে চোরেরা গরু নিয়ে যায়। বাদেদেউলী গ্রামের কয়সর মিয়া, মনা মিয়া, পংকজ ঠাকুর, রকিব আলী, ও হেলাল মিয়া বলেছেন, ইদানিং যে হারে চোরের উপদ্রব বেড়েছে মনে হয় এলাকায় গরু, মহিষ ছাগল পালন করা যাবে না। তুফানের সময় শব্দ পাওয়া যায় না আর প্রতি রাতেই ঝড় তুফানের সুবিধা নিচ্ছে চোরের দল।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুস ছালেক বলেন, এসব বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে গ্রামবাসীকে নিয়ে বসে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করব।

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর