২৮ এপ্রিল, ২০১৭ ১৫:৫০

টাঙ্গাইলে মরা মুরগি বিক্রির দায়ে এক মহিলার ছয় মাসের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মরা মুরগি বিক্রির দায়ে এক মহিলার ছয় মাসের কারাদণ্ড

টাঙ্গাইল শহরের পার্ক বাজারে মরা মুরগি বিক্রির দায়ে সালেহা বেগম (৪৫) নামে এক মহিলাকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত সালেহা বেগম সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর গ্রামের মোঃ ছালামের মেয়ে।

শুক্রবার শহরের পার্ক বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান জানান, দন্ডপ্রাপ্ত সালেহা বেগম গাজীপুরের চন্দ্রা এলাকার বিভিন্ন ফার্ম থেকে কম দামে মরা মুরগি কিনে নিয়ে এসে টাঙ্গাইল শহরের বিভিন্ন বাজারে বিক্রি করতো। ইতিপুর্বে তাকে সর্তক করা হলেও সে একই কাজ করে আসছিল। পরে আজ তাকে মরা মুরগি বিক্রির সময় আটক করে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৫৩ ধারায় ছয় মাসের কারাদন্ড দেয়া হয়।


বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর