২৮ এপ্রিল, ২০১৭ ১৬:৩৬

নাটোরে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি:

নাটোরে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে ঋণের চাপ সইতে না পেরে জসীম উদ্দিন (২৬) নামে এক ব্যবসায়ী ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। নিহত জসিম উদ্দিন উপজেলার দাড়িকুশি গ্রামের নুরুল ইসলামের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন জনান, জসীম ঢাকায় রসুনের ব্যবসা করতে গিয়ে প্রায় ১০ লাখ টাকা ঋণী হয়ে পড়েন। এ কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার বিকেলে জসীম বাড়ী থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে দাড়িকুশি ইন্দ্রাপাড়ার কৈখোলা বিলের ধারে একটি জমিতে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। 

এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি বিষাক্ত ট্যাবলেট ও সিগারেট জব্দ করা হয়। বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) এমরান হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর