২৮ এপ্রিল, ২০১৭ ১৬:৫৩

পাবনায় জুয়া খেলার অপরাধে ইউপি সদস্যসহ আটক ৩

পাবনা প্রতিনিধি:

পাবনায় জুয়া খেলার অপরাধে ইউপি সদস্যসহ আটক ৩

পাবনার চাটমোহরে জুয়া খেলার সময় এক ইউপি সদস্যসহ দুই জুয়ারুকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক্ষিণ সেনগ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। 

এরা হলেন, দক্ষিণ সেনগ্রামের ইয়াদ আলী প্রামানিকের ছেলে ও মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য কুখ্যাত জুয়ারু জহুরুল ইসলাম ওরফে জনু মেম্বর (৪৭), মহেশপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে লিটন মোল্লা (৪২) ও ডিবিগ্রামের মৃত খন্দকার বাবলুর ছেলে রেজাউল করিম (৪২)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় জুয়া খেলে আসছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুই মূলহোতাসহ (জনু মেম্বর ও লিটন মোল্লা) তিনজনকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। 

এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর