২৮ এপ্রিল, ২০১৭ ১৮:৪০

নীলফামারীতে ১৫শ' পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ১৫শ' পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারীতে ১৫শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল আলম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে সৈয়দপুর শহরের রংপুর মহাসড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৩ নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-২) কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম এবং সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির। 

বিকেলে জেলা শহরের সবুজপাড়াস্থ র‌্যাব নীলফামারী সিপিসি-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন থেকে একটি চক্র মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবালকে আটক করা হয়। 

আটক ইকবাল সৈয়দপুর শহরের বাবুপাড়া মহল্লার মৃত কাইউম আলীর ছেলে। 

সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, র‌্যাব ক্যাম্পের উপ-সহকারি পরিচালক(ডিএডি) আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সৈয়দুপর থানায় মামলা করেছেন। আটক ইকবালকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

র‌্যাব সুত্র জানায়, রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বড় ইয়াবা চালান উদ্ধার করা হয়েছে শুক্রবারের অভিযানে। ইতিপূর্বে এত পরিমাণ ইয়াবা উদ্ধারের রেকর্ড নেই। 


বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর