২৯ এপ্রিল, ২০১৭ ১৫:২৮

মেয়েদের পিছিয়ে থাকার সুযোগ নেই: মির্জা আজম

জামালপুর প্রতিনিধি:

মেয়েদের পিছিয়ে থাকার সুযোগ নেই: মির্জা আজম

সংগৃহীত ছবি

শেখ হাসিনার সরকার নারী উন্নয়নের জন্য বিশাল দিগন্ত উন্মোচন করেছে, বর্তমানে নারীরা সবক্ষেত্রে এগিয়ে আছে বলে জানিয়েছেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

শনিবার সকালে জামালপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি স্কুলের শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, এখন মেয়েদের পিছিয়ে থাকার কোন সুযোগ নেই।রাজনীতি,অর্থনীতি,প্রশাসন, চিকিৎসা, প্রযুক্তি, পুলিশ,সেনাবাহিনী এমনকি বিমান চালনায়ও নারীরা সাফল্যের স্বাক্ষর রাখছে। উন্নয়নের মূল স্রোতধারায় এখন নেতৃত্ব দিচ্ছে নারী। আগামী দিনে দেশের উন্নয়নের নেতৃত্ব দিতে তিনি মেয়ে শিক্ষার্থীদের প্রস্তুত হবার আহবান জানান। এজন্য তাদের ভালোভাবে পড়াশুনা করার পরামর্শ দেন তিনি।

জেলা প্রশাসক মো: শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার দেলোয়ার হোসেন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সৈয়দ আতিকুর রহমান ছানা,স্কুলের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর