২৯ এপ্রিল, ২০১৭ ১৮:৫৬

মুক্তিযোদ্ধা জাকিরের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি

মুক্তিযোদ্ধা জাকিরের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কয়ারিয়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন সিকদারের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

আজ শনিবার সকালে কয়ারিয়া ঈদগাহ ময়দান মাঠে জানাজা শেষে বড় চর কয়ারিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

মরহুমের জানাযার নামাজে সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি সৈয়দ আবুল হোসেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা সরদার লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

উল্লেখ্য, জাকির হোসেন সিকদার ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর