২৯ এপ্রিল, ২০১৭ ১৯:০০

ঘুর্ণিঝড়ে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

ঘুর্ণিঝড়ে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক ক্ষতি

ঘুর্ণিঝড়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে ক্রিকেট স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনার কাঁচের অবকাঠামো। গতকাল শুক্রবার গভীর রাতে ঘুর্ণিঝড়ে এ ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল।

নাদেল জানান, ঝড়ে স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের অর্ধেক গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। হসপিটালিটি বক্স ও মিডিয়া বক্সের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে অনেক চেয়ার। এছাড়া ঘুর্ণিঝড়ের সময় কাচের দেয়াল ভেঙে বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়েছে অন্যান্য আসবাবপত্রও। এসব ক্ষয়ক্ষতির বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রিকেট বোর্ডকে ছবি পাঠিয়ে অবহিত করা হয়েছে। তাদের প্রতিনিধি দল এসে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন বলে জানান তিনি। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর