৩০ এপ্রিল, ২০১৭ ১৮:১৬

শিবনগরে ১৪৪ ধারা প্রত্যাহার, ফিরছেন বাসিন্দারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবনগরে ১৪৪ ধারা প্রত্যাহার, ফিরছেন বাসিন্দারা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে বৃহস্পতিবার। আজ রবিবার সকাল থেকে শিবনগর ও ত্রিমোহনী এলাকায় ১৪৪ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে বাড়ি-ঘর ছেড়ে যাওয়া মানুষজন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। 

উল্লেখ্য, গত বুধবার ভোররাত ৩টার দিকে শিবনগর গ্রামে জঙ্গি আস্তানা আছে এমন অভিযোগে একটি বাড়ি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। পরে সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিট অভিযান শুরু করলে জঙ্গিরাও গুলি ও গ্রেনেড চার্জ করে। ব্যাপক গুলিবর্ষণ ও গ্রেনেড বিষ্ফোরণের পর ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া ও তার শিশু কন্যা সাইদাকে। পরে শুক্রবার দুপুরে ওই আস্তানা থেকে জঙ্গি আবুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু শিবনগর গ্রামের দিনমজুর সাইফুল ইসলামের ছেলে এবং অপর এক জঙ্গি ঝিনাইদহের আব্দুল্লাহ বলে পুলিশ নিশ্চিত করলেও বাকি দু'জনের পরিচয় মেলেনি। তবে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, অপর দুই জঙ্গি আব্দুল্লাহর সাথে ঝিনাইদহ থেকে তাদের বাড়িতে এসেছিল।
   
বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর