৩০ এপ্রিল, ২০১৭ ২১:১৮

আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে : সোহাগ

বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি :

আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে : সোহাগ

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই এখন দলের মধ্যে আর কোন বিভাজন সৃষ্টি না করে নেতাকর্মীকে জনগণের কাছে যেয়ে তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে। মনে রাখতে হবে জনগণই সকল ক্ষমতার মালিক। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হলে ঐক্যবদ্ধভাবে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। ক্ষমতার দাপট দেখিয়ে দল ও সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না।

শনিবার থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ও সাউথখালী ইউনিয়নে আওয়ামী লীগের দুটি কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি দলের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানা।

রবিবার বিকালে তাফালবাড়ী কলেজ মাঠে সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রাজ্জাক আকনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক, প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারন সম্পাদকজালাল আহমেদ রুমি, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিম আকন, সাংগঠনিক সম্পাদ গোলাম মোস্তফা মধু, ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, মহিউদ্দিন খান, যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, আসাদুজ্জামান স্বপন, তপু বিশ্বাস, ছাত্রলীগ নেতা বাদশা আলমগীর আলম, হুমায়ুন করিম সুমন, সারোয়ার হোসেন প্রমুখ। 

এর আগে, শনিবার বিকালে বদিউজ্জামান সোহাগ একই উপজেলার আমড়াগাছিয়া বাজারে ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন ছাড়াও বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন। 

শরণখোলার এসব কর্মী সম্মেলনে স্থানীয় নেতাররা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে নতুন মুখ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।

বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর