৩০ এপ্রিল, ২০১৭ ২১:৪১

বরিশালে জঙ্গি সন্দেহে প্রবাসীর বাড়িতে পুলিশি অভিযান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে জঙ্গি সন্দেহে প্রবাসীর বাড়িতে পুলিশি অভিযান

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের প্রত্যন্ত পূর্ব হোসনাবাদ গ্রামে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি বাড়িতে জঙ্গি থাকতে পারে এমন সন্দেহে ব্যাপক প্রস্তুতি নিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। 

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে ২০জন অফিসার সহ জেলা পুলিশের ৮২ সদস্যের চৌকশ দল স্থানীয়দের উপস্থিতিতে রবিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মালয়েশিয়া প্রবাসী আনিছুর রহমানের বাড়িটি তল্লাশী করে। বদ্ধ ঘরের তালা ভেঙ্গে চালানো এই অভিযানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, কোন হতাহতও হয়নি। 

শরিকল ইউপি চেয়ারম্যান ফারুক মোল্লা জানান, পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে আনিছ দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসে জীবনে রয়েছে। তার স্ত্রী ফাতেমা বেমগ তার দুই ২ সন্তান নিয়ে কাছের গ্রাম কুড়িরচরের বাপের বাড়িতে থাকে। মাঝে মধ্যে শ্বশুর বাড়ি এসে বদ্ধ ঘরের তালা খুলে দেখে যায়। গতকাল পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা জঙ্গি সন্দেহে ওই বাড়ি অভিযান চালিয়েছে। তবে কিছুই পায়নি। 

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাড়িতে মাঝে মধ্যে অপরিচিত লোকজনের আনাগোনা হয়। অব্যবহৃত ওই ঘরে জঙ্গি থাকতে পারে সন্দেহে স্থানীয়দের সহায়তায় ব্যাপক প্রস্তুতি নিয়ে ‘অপারেশন লাস্ট এপ্রিল’ নামে পুলিশ বড় ধরনের অভিযান পরিচালনা করে। কিন্তু ফলাফল শূন্য। কিছুই পাওয়া যায়নি।

প্রবাসী আনিচছুর রহমানের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোন অভিযোগ কিংবা সুনির্দিষ্ট কোন জঙ্গি অবস্থানের গোয়েন্দা তথ্য পুলিশের কাছে ছিলো কিনা জনতে চাইলে- সে রকম সুনির্দিষ্ট কোন তথ্য ছিলো না বলে দাবি করেন পুলিশ পরিদর্শক আফজাল।


বিডি প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর