৩০ এপ্রিল, ২০১৭ ২২:১৬

সুবর্ণচরে গৃহবধূকে নির্যাতনের পর গুমের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচরে গৃহবধূকে নির্যাতনের পর গুমের অভিযোগ

৫ লক্ষ টাকা যৌতুকের জন্য নোয়াখালীর সুবর্ণচরে চরক্লার্ক গ্রামে এক গৃহবধূকে নির্যাতনের পর গুমের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১০ দিন পরও গৃহবধূ তাহমিনা  উদ্বার হয়নি। এ বিষয়ে চরজব্বর থানায় গৃহবধূর মামা মো. মামুন বাদী হয়ে জিডি করেছেন। 

জানা যায়, সুবর্ণচর উপজেলার চরক্লার্ক গ্রামের জনতা বাজার এলাকার হাজী আবদুল হান্নানের ছেলে কামরুল ইমলামের সাথে গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাতলা মারা গ্রামের আবদুল হাইয়ের মেয়ে তাহমিনা আক্তারের বিগত ২০১৪ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূর নিকট ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। যৌতুক দিতে অস্বীকার করায় তাহমিনার ওপর চলে দফায় দফায় শারীরিক ও মানসিক নির্যাতন। এক পর্যায়ে ২০১৫ সালে স্বামী বিদেশ চলে যায়। এর পর থেকে শ্বশুর-শাশুড়ির নির্যাতন আরও বেড়ে যায়। এরই জের ধরে গত ১৯ এপ্রিল গৃহবধূর উপর চলে অমানুষিক নির্যাতন। পরের দিন আর গৃহবধূর খোঁজ পায়নি কেউ। দীর্ঘ ১০ দিনপরেও তাকে উদ্ধার করা যায়নি। 

গৃহবধূ তাহমিনার পরিবার অভিযোগ করেন, নির্যাতনের পর তাহমিনাকে হয়তো গুম করে কোথাও আটকে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। 

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, তাহমিনাকে আমরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি শীঘ্রই একটা খবর পাব। 

 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর