২২ মে, ২০১৭ ১৭:৩৩

বাগেরহাটে ইট বোঝাই ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত

শেখ আহসানুল করিম, বাগেরহাট :

বাগেরহাটে ইট বোঝাই ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত

বাগেরহাটের চিতলমারীতে ইট বোঝাই ট্রলি উল্টে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও দুই শ্রমিক আহত হন।

সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট-চিতলমারী সড়কের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতরা হলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরের আকরাম মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৭) একই উপজেলা গাড়ফা গ্রামের হারুন মোল্লার ছেলে ইসমাঈল মোল্লা (১৮)।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম এই প্রতিবেদককে বলেন, সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরের ইটভাটা থেকে একটি ট্রলিতে ইট বোঝাই করে চিতলমারী উপজেলার কালশিরা এলাকায় যাচ্ছিল। এসময় ইটবোঝাই ট্রলিটি আড়ুয়াবর্ণি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রলিতে থাকা অন্তত চার শ্রমিক ইটের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে স্থানীয় চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আল আমিন ও ইসমাঈলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে চিতলমারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর