২২ মে, ২০১৭ ১৮:০৯

পরিবহন ধর্মঘটে বুড়িমারী স্থলবন্দরে কোটি টাকা ক্ষতির আশঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি:

পরিবহন ধর্মঘটে বুড়িমারী স্থলবন্দরে কোটি টাকা ক্ষতির আশঙ্কা

ধর্মঘটের দ্বিতীয় দিনে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে। এতে বন্দরের অভ্যন্তরে ফল ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী তিন শতাধিক ট্রাক আটকা পড়ে আছে। ফলে কয়েক কোটি টাকার পণ্য নষ্ট হতে বসেছে। রবিবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে বন্দর থেকে পণ্য পরিবহনের জন্য কোনো দেশী ট্রাক পাওয়া যায়নি। বন্দরগামী প্রধান সড়কের পাশে অনেক পণ্যবাহী ট্রাককে আটকে থাকতে দেখা গেছে।

বুড়িমারি স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বাবুল জানান, পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। এমন সময়ে এ ধরনের কর্মসূচি ব্যবসায়ী ও ভোক্তাদের জন্য ক্ষতিকর। ধর্মঘটের কারণে ট্রাক না পাওয়ায় আমরা আমদানিকৃত পণ্য নিয়ে বিপাকে পড়েছি। আটকা পড়া ট্রাকে নানা রকম ফল ও পেঁয়াজসহ অন্যান্য পচনশীল পণ্য রয়েছে। এগুলো নষ্ট হলে আমদানিকারকরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন। তার আশংকা ধর্মঘট দীর্ঘ মেয়াদি হলে কয়েক কোটি টাকার পণ্য নষ্ট হবে। এদিকে লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ অবিলম্বে মহাসড়কে পুলিশের চাঁদাবাজি, অবৈধ যানচলাচল বন্ধ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর