শিরোনাম
২২ মে, ২০১৭ ১৮:৩৯

ধুনটে বাল্য বিবাহ না করতে শিক্ষার্থীদের শপথ পাঠ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ধুনটে বাল্য বিবাহ না করতে শিক্ষার্থীদের শপথ পাঠ

বগুড়ার ধুনট উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরীদের অবহিতকরণ সভায় শিক্ষার্থীরা বাল্য বিবাহ প্রতিরোধ ও না করার শপথ গ্রহণ করেছে।

সোমবার দুপুর ২টায় ধুনট এনইউ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করে।

ধুনট উপজেলা নারী উন্নয়ন ফোরাম বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরীদের অবহিতকরণ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। উপজেলা পরিষদের সহযোগীতায় আয়োজিত এ সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরজাহান আকতার রিক্তা সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, নারী উন্নয়ন ফোরাম বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমা আকতার, শাহজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর আকতার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহাদৎ হোসেন মিলু, সহকারী প্রধান শিক্ষক জাহানারা খাতুন, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, শিক্ষার্থী ফারজানা আকতার বাঁধন ও ললিতা রানী দাস। সভা শেষে আয়োজক কমিটি বাল্য বিয়ে না করার জন্য আহবান জানালে এ সময় শিক্ষার্থীরা বাল্য বিয়ে করব না, বাল্য বিয়ে রুখব বলে শপথ করেন। অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থীদের শপথ পড়ান।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর