২২ মে, ২০১৭ ২১:০৩

'বেগম জিয়া লাল কার্ড পাওয়া মানুষদের নিয়ে টিম তৈরি করেছে'

কুমিল্লা প্রতিনিধি:

'বেগম জিয়া লাল কার্ড পাওয়া মানুষদের নিয়ে টিম তৈরি করেছে'

কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত আবদুল আজিজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রী আমীর হোসেন আমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন রাজা চাপতিলা হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট এর ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ফুটবল খেলায় যেমন লালকার্ড হলুদ কার্ড আছে তেমনি রাজনীতিতেও লালকার্ড হলুদ কার্ড আছে। যারা জঙ্গি-সন্ত্রাস করে তাদের লাল কার্ড দেয়া হয়েছে। তিনি বলেন, বেগম জিয়া লাল কার্ড পাওয়া মানুষদের নিয়ে টিম তৈরি করেছে।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, যারা এদেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে তাদের লাল কার্ড দেখাবার সুযোগ করে দিয়েছেন।
দেশটিভির ডিএমডি আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন। এসময় উপজেলা নির্বাহী কর্মকতা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুরাদনগর উপজেলার চন্দনাইল একাদশ বনাম বাইরা লালপুর একাদশর মধ্যকার অনুষ্ঠিত খেলায় লালপুর একাদশ ১-০ গোলে জয়লাভ করে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর