২৩ মে, ২০১৭ ১৪:৫৫

লোডশেডিংয়ের প্রতিবাদে জামালপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি:

লোডশেডিংয়ের প্রতিবাদে জামালপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

পল্লী বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জামালপুরের মেলান্দহ উপজেলার ব্যাবসায়ীরা।

মঙ্গলবার  দুপুর ১টার দিকে মেলান্দহ বনিক সমিতির আহবানে উপজেলা সদরের সকল দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় ব্যাবসায়ীরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মেলান্দহ উপজেলায় সীমাহীন লোডশেডিংয়ে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই উপজেলায় ২ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায়না। অবিলম্বে লোডশেডিং না কমানো হলে ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে বলে জানান বক্তারা।
বণিক সমিতির সভাপতি কিশমত পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা আব্দুর রাজ্জাক আজাদ, শহিদুল ইসলাম শামীম প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর