২৩ মে, ২০১৭ ১৭:০৬

সিরাজগঞ্জে ভোট শেষ চলছে গণনা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ভোট শেষ চলছে গণনা

ব্যালট পেপার ছিনতাই, প্রকাশ্যে সিলমারা, ভোট কারচুপিরসহ নানা অভিযোগের মধ্য দিয়ে শেষে হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এখন চলছে ভোট গণনা। পর পর দু’বার স্থগিত হবার দফায় এ ইউনিয়নে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

 
ভোটগ্রহণ চলাকালে গুয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে মুড়ি থেকে ১শ'টি ব্যালট পেপার ছিড়ে নিয়েছে সরকারি দলের প্রার্থীর সমর্থকরা। বড়হর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জোরপূর্বক ভোটপ্রদান, বোয়ালিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রকাশ্যে সিল মেরে নেয়া হয়েছে। সড়াতৈল,পূর্ব দেলুয় কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ করেছেন বিএনপিসহ অন্যান্য প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিসার স্বদ্বীপ কুমার সরকার জানান, দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউনিয়নের মোট ১২টি ভোট কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ আনসারের পাশাপাশি বিজিপির টহল অব্যাহত  ছিল। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ২৮ হাজার ১৮৪ জন ভোটার রয়েছে। চেয়ারম্যান প্রার্থী ৫ এবং সংরক্ষিত মহিলা সহ মেম্বর প্রার্থী রয়েছেন ৮১ জন।

 

বিডি প্রতিদিন/২৩ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর