২৩ মে, ২০১৭ ১৭:৩৬

ধর্মঘটে প্রাণ গেল ট্রাক চালক সালামের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধর্মঘটে প্রাণ গেল ট্রাক চালক সালামের

উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলাকালে শ্রমিকদের মারধরে গুরুতর আহত আব্দুস সালাম (৪৫) নামের এক ট্রাক চালক মারা গেছেন। গত সোমবার  দিনগত রাত অনুমান ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের মৃত মাজেম আলী সেখের ছেলে।

নিহতের স্বজনরা জানান, দিনাজপুরের বিরামপুর থেকে ২২০ বস্তা ধান বোঝাই ট্রাক  নিয়ে শেরপুরে আসছিলেন। পথিমধ্যে সোমবার রাত ৯টার দিকে শিবগঞ্জের চন্ডিহারা এলাকায় পৌঁছালে ওই এলাকার কিছু শ্রমিক লাঠি-সোঠা নিয়ে ট্রাকটির গতিরোধ করে হামলা চালায়। ট্রাকটির সামনের গ্লাস ভাঙচুর করে। এমনকি হেলপার খোকন (২৩) ও চালক আব্দুস সালামকে (৪৫) মারধর করে। এতে চালক সালাম গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ায় শজিমেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালামের মৃত্যু হয় বলে তারা জানান।

 


বিডি প্রতিদিন/২৩ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর