২৩ মে, ২০১৭ ১৮:১০

চৌদ্দগ্রামে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার, বখাটে আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার, বখাটে আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে অপহৃত অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী লিপি আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত বখাটে শাকিব হোসেনকে (২০) আটক করা হয়েছে।

শাকিব উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামের রহমত আলী পরিবার নিয়ে মুন্সিরহাট ইউনিয়নের মেষতলা গ্রামে সুরুজ বিএসসির বাড়িতে দীর্ঘদিন ভাড়া থাকেন। তার মেয়ে লিপি আক্তার মুন্সিরহাট তাহেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। কয়েকমাস আগে থেকে শাকিব হোসেন স্কুলছাত্রী লিপিকে স্কুলে আসা-যাওয়ার পথে আপত্তিকর কথাবার্তাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। শাকিবের পরিবারকে বিষয়টি অবহিত করলে তারা কোন পদক্ষেপ নেয়নি। গত ১২ মে বিকেলে লিপি তার নানার বাড়িতে যাওয়ার পথে শাকিবের নেতৃত্বে অজ্ঞাতনামা তাকে জোরপূর্বক অপহরণ করে। 
 
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম সরকার জানান, ‘অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত বখাটে শাকিবকে চৌদ্দগ্রাম এলাকা থেকে আটক করা হয়েছে’। 

বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর