২৩ মে, ২০১৭ ১৮:১৪

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

বগুড়ার ধুনট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মথুরাপুর-মহিশুরা সড়কের বানিয়াগাঁতী নয়াপাড়ায় এবং ধুনট-কাজীপুর সড়কের পাইকপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন ধুনট উপজেলার বানিয়াগাঁতী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে স্কুল ছাত্রী উর্মী খাতুন (৭) ও গাবতলী উপজেলার কদমতলী গ্রামের শুকুর আলীর ছেলে বাগবাড়ী মাদ্রাসার অফিস সহকারী ময়না সাকিদার (৫০)।

ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, কাজিপুর উপজেলার বাঐখোলা গ্রামের মিল্টন আহমেদ গরু বোঝাই ভটভটি নিয়ে চান্দাইকোনা যাচ্ছিলেন। ভটভটি বানিয়াগাঁতী নয়াপাড়ায় পৌঁছালে সড়ক পারপারের সময় উর্মী খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উর্মী খাতুন মারা যায়। সে এনজিও পরিচালিত স্থানীয় শিখন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
পরে স্থানীয় লোকজন গরুবোঝাই ভটভটি আটক করলেও কৌশলে পালিয়েছে চালক মিল্টন আহমেদ। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। 

অপরদিকে বিকেল ৪টায় ঢাকা থেকে বগুড়াগামী সাদা রঙ্গের মাইক্রোবাস ধুনট-কাজিপুর সড়কের পাইকপাড়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মাইক্রোবাসটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই   গাড়ীর যাত্রী বাগবাড়ী মাদ্রাসার সুপার ময়না সাকিদার (৫০) নিহত হয়েছেন। এছাড়া বাগবাড়ীর বড় ইটালী গ্রামের হাফিজার রহমানের ছেলে সাইফুল ইলাম (৪৬), বগুড়া সদর থানার পূর্ব পালশা গ্রামের আবেদ হোসেনের ছেলে জাফর আহমেদ (৫০) ও ওই গাড়ীচালক আহত হয়েছেন। আহতরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর