২৩ মে, ২০১৭ ১৮:২৫

উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রশাসনের আশ্বাসে উত্তরবঙ্গে চলমান টানা ৭২ ঘন্টা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এ ঘোষনার পর কর্মবিরতি পালনকারী ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান, পিকআপ গাড়ির শ্রমিকরা কাজে যোগাদন করায় গাড়ি চলাচল শুরু করেছে। এর ফলে অচল পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। 

উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুলমান্নান আকন্দ  মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের জানান, সাতদফা দাবি পূরণে বগুড়া জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের সাথে এ নিয়ে আলোচনা হবে। এরপর পরবর্তি সিদ্ধান্ত আসবে। 

এর আগে, উত্তরবঙ্গের ১৬ জেলায় ৪৮ঘন্টা কর্মবিরতি ডাকা হয়। পরবর্তিতে সে কর্মবিরতি ২৪ মে সকাল ৬টা পর্যন্ত বর্ধিত করা হয়। সাতদফা দাবির মধ্যে রয়েছে, সড়ক ও মহাসড়কে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, ওয়েস্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ । 


বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর