২৩ মে, ২০১৭ ১৮:২৯

দিনাজপুরে নির্মাণাধীন জিমনেশিয়াম ভবন ভেঙে পড়েছে

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে নির্মাণাধীন জিমনেশিয়াম ভবন ভেঙে পড়েছে

ঝড়েই ভেঙ্গে পড়েছে সেতাবগঞ্জ জিমনেসিয়ামের নির্মাণীধীন ভবনটির কিছু অংশ। গত ২২ মে সোমবার রাতে এ অঞ্চলে ঝড়-বৃষ্টি হয়েছে। 

জানা যায়, জেলা পরিষদের অর্থায়নে ২০১৫ সালে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে সেতাবগঞ্জ বড়মাঠে জিমনেসিয়ামটির কাজ শুরু করে ঠিকাদার গৌড় রায়। ওই ঠিকাদারের নিকট আত্মীয় বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক শ্রী তীলক কুমার শীল কাজ তত্ত্বাবধায়কের মূল দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে জিমনেশিয়ামের প্রথম পর্বের কাজ শেষ হয়। অবশিষ্ট কাজ প্রক্রিয়াধীন থাকা অবস্থায় কিছু অংশ ভেঙে পড়ায় ভবনটি আশংকাজনক অবস্থায় রয়েছে।

স্থানীয়রা মনে করেন, অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ায় ঝড়ে ভবনটির এক অংশ ভেঙে পড়েছে। ভবনের ইট ভেঙ্গে পড়ার পাশাপাশি বিভিন্ন কলামগুলো ভেঙ্গে পড়ে। 

এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য নুরে আলম খন্দকার কায়ছার জানান, ঝড়ে ভবনটির অংশ ভেঙে পড়ার বিষয়টি নিয়ে জেলা পরিষদ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। 

ঘটনার পর বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলব্রত কর্মকার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 

বিডি প্রতিদিন/২৩ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর