২৩ মে, ২০১৭ ১৯:১৯

টেকনাফ সীমান্তে ৪ কোটি ৩২ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :


টেকনাফ সীমান্তে ৪ কোটি ৩২ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৪ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এস এম আরিফুল ইসলাম জানান, ২৩ মে মঙ্গলবার ভোর রাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সদর বিওপির হাবিলদার মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল টেকনাফ নাইট্যং পাড়া বরাবর নাফনদী এলাকা অভিযান চালায়। ইয়াবা পাচারকারীরা দূর থেকে টহলদলকে লক্ষ্য করে ইয়াবা ভর্তি ২টি বস্থাসহ পার্শ্ববর্তী গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে টহলদল তাদের পিছু ধাওয়া করলে এক পর্যায়ে তারা বস্তা দুটি ফেলে গ্রামের ভেতর পালিয়ে যায়।

এসময় তাদের ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে টহলদল। তবে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বস্তাগুলো তলাশি করে ১ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৩২লাখ টাকা।

উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বত কর্মকর্তাদের  উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর