২৩ মে, ২০১৭ ১৯:৫৬

অর্থ আত্মসাতের মামলায় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আটক

কুমিল্লা প্রতিনিধি

অর্থ আত্মসাতের মামলায় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আটক

কোটি টাকা আত্মসাতের মামলায় কুমিল্লার বেসরকারি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ ছিদ্দিকুর রহমানকে আটক করেছে দুদক। মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা দায়রা জজ আদালতের পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে অবস্থিত ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগে দুদক কুমিল্লার সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে চলতি বছরের ৫ মার্চ সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলায় ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান এহসানুল হক, ট্রেজারার ছিদ্দিকুর রহমানসহ ৭ জনকে আসামি করা হয়। আজ বিকেলে ছিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে উপ-পরিচালক জানান। এসময় তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আসামিরা আত্মসাতের সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। 


বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর