২৩ মে, ২০১৭ ২২:২৬
ইউপি নির্বাচন

বরিশালে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


বরিশালে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর জয়

বরিশালের ৩ উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উজিরপুরের শিকারপুর ইউনিয়নে ৬ হাজার ১শ’৩৩ ভোট পেয়ে আওয়ামী লীগের সরোয়ার হোসেন, মেহেন্দিগঞ্জের চাঁনপুর ইউনিয়নে ৭ হাজার ৯শ’ ৮৭ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাহাউদ্দিন ঢালী এবং হিজলার ধুলখোলা ইউনিয়নে ১ হাজার ৯শ’ ১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি’র মকবুল আহম্মেদ দপ্তরী। 

 মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ এবং এরপর গণনা শেষে রাত ৮টার পর বেসরকারি ফলাফল ঘোষণা করেন স্ব-স্ব রিটার্নিং অফিসারগণ। 

ঘোষিত ফলে শিকারপুর ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গফ্ফার পেয়েছেন ৬৫৫ ভোট এবং ৫৯৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি’র প্রার্থী কামরুজ্জামান পিকিং (তিনি সকাল ১০টায় ভোট বর্জন করেন)।

চাঁনপুর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে বিজয়ী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বাহাউদ্দিন ঢালীর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি’র আমির হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৭ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত মাহে আলম ঢালী নৌকা প্রতীক নিয়ে ৩৬২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 

অপরদিকে হিজলার ধুলখোলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী এবং আওয়ামী লীগ বিদ্রোহীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সুযোগে বিএনপি’র মকবুল আহম্মেদ দপ্তরী ১ হাজার ৯শ’ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের ইকবাল হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩শ’ ১৬ ভোট, আনারস প্রতীক নিয়ে ১ হাজার ১শ’ ৩৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন ঢালী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মজিদ সরদার হাতপাখা প্রতীক নিয়ে ৫৯০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। 

বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর