২৪ মে, ২০১৭ ০৮:২০

চাঁপাইয়ে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

অনলাইন ডেস্ক

চাঁপাইয়ে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় 'জঙ্গি আস্তানা’ সন্দেহে তিন বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার গভীর রাত থেকে উপজেলার  চানপুর চকপোস্তুম, শিমুলতলা ও বালু গ্রামের তিনটি বাড়ি ঘিরে অবস্থান নেয় র‌্যাবের বিপুল পরিমাণ সদস্য। 
 
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার এ কে এম এনামুল করিম বলেন, ঘিরে রাখা বাড়িগুলোতে জঙ্গিরা থাকতে থাকতে পারে। এছাড়া ওই বাড়িগুলোতে বিপুল পরিমাণ বিস্ফোরকও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বোমা ডিজপোজাল টিম ঘটনাস্থলে আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, এদিন রাতে জঙ্গিবিরোধী অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গান পাউডার, বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। ওই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার তিনটি গ্রামের তিনটি বাড়ি ঘিরে অবস্থান নেয় র‌্যাব। 
  
বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর