২৪ মে, ২০১৭ ১০:৪১

'জঙ্গি আস্তানা' সন্দেহে নাচোলেও বাড়ি ঘেরাও

অনলাইন ডেস্ক

'জঙ্গি আস্তানা' সন্দেহে নাচোলেও বাড়ি ঘেরাও

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আলিছাপুর গ্রামের একটি বাড়িও 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব। বুধবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে আলিছাপুর গ্রামের আফজালের বাড়ি ঘিরে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। 

এর আগে মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার চানপাড়া, চকপোস্তুম ও বালুগ্রাম গ্রামের তিনটি বাড়ি 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রাখে র‌্যাব। বুধবার সকালে চানাপাড়া গ্রামের আবদুল মজিদের বাড়িটিতে অভিযান চালানো হলেও সেখানে কোনো জঙ্গি সদস্য বা অস্ত্র-বিস্ফোরক মেলেনি বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। বাড়িটির মালিক আবদুল মজিদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। 
  
নাচোলে বাড়ি ঘেরাওয়ের বিষয়ে র‌্যাব- ৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম বলেন, বাড়িটিতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরে সেখানে র‌্যাব সদস্যরা অবস্থান নিয়েছে। অবস্থা পর্যবেক্ষণ করে বাড়িটিতে অভিযান চালানো হবে। 
  
এদিকে গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম গ্রামের পুকুরের বাড়ি ও চকপোস্তুম ইজাবুল হকের বাড়িতে অভিযানের প্রস্তুতি চলছে।
  

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর