২৪ মে, ২০১৭ ১২:৪৯

লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধির দাবিতে র‌্যালি

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধির দাবিতে র‌্যালি

“চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের আয়োজনে (আজ) বুধবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মীর শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। অন্যান্যের মধ্যে আরো ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করা, সিগন্যাল মেনে চলাসহ চালকদের প্রশিক্ষণ ও সড়ক নিরাপত্তার উপর গুরাত্বারোপ করেন। এসময় শতাধিক পরিবহন শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/২৪ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর