২৪ মে, ২০১৭ ১৪:১১

ঐতিহ্যের সোনাদীঘি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঐতিহ্যের সোনাদীঘি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী সোনাদীঘি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ। বুধবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি মো. শামসুদ্দিন এতে সভাপতিত্ব করেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

লিখিত বক্তব্যে বলা হয়, সোনাদীঘি রাজশাহীর ইতিহাস ঐতিহ্যকে লালন করে। এখন এই দীঘিটি ভরাট করে একটি অংশে অবৈধভাবে নির্মিত হচ্ছে বহুতল ভবন। সোনাদীঘির চারপাশে চলছে দখলের মহোৎসব। এসব বন্ধ করা না হলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উপদেষ্টা মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সভাপতি শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

 


বিডি প্রতিদিন/২৪ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর