শিরোনাম
২৪ মে, ২০১৭ ১৬:২৭

২০ লক্ষ চিংড়ির রেণু পোনা ধলেশ্বরী মেঘনায় অবমুক্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

২০ লক্ষ চিংড়ির রেণু পোনা ধলেশ্বরী মেঘনায় অবমুক্ত

সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজে ঢাকা থেকে চট্টগ্রামগামী তিনটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ২০ লক্ষ চিংড়ির রেনু পোনা জব্দ করেছে পাগলা কোষ্টগার্ড। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তারা এসব রেনু পোনা জব্দ করে দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী মেঘনার মোহনায় অবমুক্ত করেন। 

এ ব্যাপারে পাগলাস্থ্য কোষ্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদেরভিত্তিতে আমরা কাঁচপুর ব্রীজ এলাকায় অভিযান চালানো হয়। এসময় বেপারী, সাওদান এবং সানি লাইন পরিবহনের তিনটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১শত ড্রামে ২০ লক্ষ পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। মালিক না থাকায় কাউকে এই ঘটনায় আটক করা যায়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জে ধলেশ্বরী, মেঘনার মোহনায় এসব রেনু পোনা অবমুক্ত করা হয়।

বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর