২৪ মে, ২০১৭ ১৬:৩১

বরিশালে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি

“চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে” এই শ্লোগান নিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা। বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি র‌্যালি বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। 

পরে জেলা প্রশাসনের হলরুমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। 

বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ’র সহকারি পরিচালক মো. শাহআলম, যানবাহন পরিদর্শক দেবাশিষ বিশ্বাসসহ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।


বিডি প্রতিদিন/২৪ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর