২৪ মে, ২০১৭ ১৭:২৩

নোয়াখালীর হাতিয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিসে ইট পাটকেল নিক্ষেপ করেছেন হাতিয়ার বিদ্যুৎ গ্রাহকরা।  

জানা যায়, জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় জেনারেটর এর মাধ্যমে বিদ্যুৎ চলে। ৩টি জেনারেটর মধ্যে ২টি বিকল হয়ে যায়। ১টি জেনারেটর দিয়েই চলছে হাতিয়ার বিদ্যুৎ ব্যবস্থা। ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংএ অতিষ্ঠ হয়ে গ্রাহকরা আজ বিক্ষোভ করে এবং বিদ্যুৎ অফিসে ইট পাটকেল নিক্ষেপ করে অফিসের গ্লাস ভাংচুর করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর