২৪ মে, ২০১৭ ১৯:৪৫

'গোল্ডেন জিপিএ-৫ পেলেই জ্ঞানী হওয়া যায় না'

নীলফামারী প্রতিনিধি

'গোল্ডেন জিপিএ-৫ পেলেই জ্ঞানী হওয়া যায় না'

ফাইল ছবি

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, আজকে শিক্ষার্থীরা শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য লেখাপাড়া করছে, জ্ঞান অর্জনের জন্য নয়। তিনি বলেন, পরীক্ষার খাতায় কিছু তথ্য লিখে দিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেলেই ভাল শিক্ষার্থী হওয়া যায় কিন্তু জ্ঞানী মানুষ হওয়া যায় না। তথ্য ও জ্ঞানের মধ্যে পার্থক্য বুঝতে হবে। শুধু মুখস্ত করে ভাল রেজাল্ট হয় না। অনেকে গোল্ডেন জিপিএ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। তাই জ্ঞান অর্জনের জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও বেশি বেশি করে পড়তে হবে।  

মঙ্গলবার নীলফামারী সরকারি কলেজে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বেলেন।

কলেজের অধ্যক্ষ  প্রফেসর দেবী প্রশাদ রায়ের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন,নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম শাহ আপেল। 

বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর