২৫ মে, ২০১৭ ১১:৪৩

যশোরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

অনলাইন ডেস্ক

যশোরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। দশম শ্রেণীর ওই ছাত্রী  উপজেলার কোটা গ্রামের আবুল হোসেন মোল্যার মেয়ে। বুধবার রাত ১১টার দিকে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনের দৃষ্টি এড়াতে বুধবার রাতে ওই স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করা হয় ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামের চঞ্চল মাহমুদের সঙ্গে। রাত ১১টার দিকে বরপক্ষের লোকজন যখন কনের বাড়িতে হাজির তখন ওই ছাত্রীর এক সহপাঠী বিষয়টি জানিয়ে দেন অভয়নগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মনদীপ ঘরাইকে। 

ইউএনও মনদীপ ঘরাই সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে উপস্থিত হন কনের বাড়িতে। ইউএনও বাল্যবিয়ে বন্ধের ঘোষণা দিয়ে কনের বাবা-মা ও হবু স্বামীর কাছ থেকে বাল্য বিয়ে থেকে বিরত থাকার মুচলেকা নিয়ে মেয়েটিকে স্থানীয় চলিশিয়া ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেন।

বিডি প্রতিদিন/২৫ মে ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর