২৫ মে, ২০১৭ ১৬:৫৯

শৈলকুপায় দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ:

শৈলকুপায় দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫

ঝিনাইদহের শৈলকুপার হাসনাভিটা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ৫জন আহত হয়েছে। আহতরা হলো, হাসভিটা গ্রামের গফুর মণ্ডলের ছেলে রবিউল, বানাত আলীর ছেলে সেলিম ও আলিম, হাবিবুর রহমানের ছেলে আজম ও রাশেদের স্ত্রী আমেনা খাতুন।

আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ভাংচুর করা হয়েছে ৩টি বাড়ি ঘর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাসনাভিটা গ্রামের সামাজিক মাতব্বর সরোয়ার ও খালেকের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন ঢাল-সড়কি, রামদা ও দেশীয় তৈরী অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় হাসনাভিটা গ্রামের সাহেব, মকুল ও জিকুল এর বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সরোয়ার পৌর মেয়রপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা তৈয়ুবুর রহমান খানের সমর্থক ও খালেক বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমের কর্মী।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, হাসনাভিটা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরো জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর