২৫ মে, ২০১৭ ১৭:২১

'নারীর ক্ষমতায়নে সরকার সবকিছু করছে'

জামালপুর প্রতিনিধি:

'নারীর ক্ষমতায়নে সরকার সবকিছু করছে'

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, নারীর ক্ষমতায়নে সরকার সবকিছু করছে। দেশের প্রশাসন,পুলিশ প্রশাসন, সেনাবাহিনী,নৌবাহিনীসহ ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি সবকিছুতে আজ নারীরা যোগ্যতার পরিচয় দিয়ে সামনের কাতারে নেতৃত্ব দিচ্ছে। দেশের প্রধানমন্ত্রী, স্পীকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিচ্ছে নারী। তাই প্রত্যেকটি মেয়ে শিশুকে দেশের নেতৃত্ব দেয়ার স্বপ্ন নিয়ে যোগ্যতর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজ জামালপুর সরকারি বালিকা বিদ্যালয় মাঠে চ্যানেল আই আয়োজিত বিভাগীয় পর্যায়ের স্বর্ণ কিশোরী প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বর্ণকিশোরী নেটওয়ার্কের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ। স্বর্ণ কিশোরী প্রতিযোগিতায় জামালপুর থেকে মাখফুরাতুর রহমান মিমু, ময়মনসিংহ থেকে আশিকা আরফিন মুমু, নেত্রকোণা থেকে রিচি আজাদ মিম, ও শেরপুর জেলা থেকে তানিয়া তানজিমা সেরা স্বর্ণকিশোরী নির্বাচিত হন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর